(নীচে Read More বাটনে ক্লিক করে সম্পূর্ণ প্রবন্ধটি পড়ুন)
আসালামু আলাইকুম । সবাই কেমন আছেন , আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে ফাইভার থেকে অনলাইনে আয় করতে পারেন । চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।
ফাইভার কি ?
ফাইভার একটি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস । যেখানে সার্ভিসেস কিনা বেচা হয়। প্রত্যেক সার্ভিসের মূল্য বেসিকালি মিনিমাম $5 হয় ।
আপনি কি কি সার্ভিস সেল করতে পারেন ফাইভারে ?
- আর্টিকেল বা ব্লগ পোস্ট লিখুন
- আর্টিকেল বা ব্লগ পোস্টগুলি এডিট করুন
- রিসুম এবং কভার লেটার লিখুন
- প্রোডাক্ট ডেসক্রিপশন লিখুন
- হেডিং লিখুন
- ইমেইল লিখুন
- এসইও রিলেটেড সার্ভিস
- ওয়েব ডেভেলপমেন্ট
- ওয়েব ডিজাইনিং
- লোগো এবং ব্যানার ডিজাইনিং
- বিজনেস কার্ড ডিজাইনিং
- ক্রিয়েট পিডিএফ ফাইল
- কিওয়ার্ড রিসার্চ ইত্যাদি
গিগ কি ?
আপনি যে সার্ভিস সেল করবেন সেটির বর্ণনা যে ঘরে সাজাবেন তাকেই গিগ বলে ।
আপনার সাজানো গিগ যদি কোনো বায়ার-এর চাহিদার সাথে মিলে যায় তাহলে সে আপনাকে কাজটির জন্য অর্ডার দেবে এনং আপনি কাজটি সম্পর্ণ করে দিলে সে আপনাকে কাজটির নির্ধারিত মূল্য আপনাকে পরিশোধ করবে । আপনি যদি $5 পেয়ে থাকেন তাহলে ফাভের আপনার কাছ থেকে $1 কেটে নেবে আর আপনি পাবেন $4 ।
আপনার গিগ কিভাবে সাজায়লে অর্ডার পাওয়ার সম্ভবনা বেশি থাকবে সেইটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো
টাইটেল
একটি বায়ার এর নজরে সর্ব প্রথম যে বিষয়টি আসে তাহলো আপনার গিগ এর টাইটেল । তাই আপনার টাইটেল টা এট্রাক্টিভ করে লিখুন এবং ক্লিয়ার করুন আপনি কি সার্ভিস দিচ্ছেন ।
ডেস্ক্রিপশন
আপনার ড্রক্রিপশন টি সুন্দর করে লিখুন । ডেস্ক্রিপশন টি শর্ট হবে কিন্তু তার মধ্যেই আপনার অফার টি সুন্দর ভাবে ফোটে তুলবেন ।
ছবি
আপনার গিগে আপনার অফার রিলেটেড সুন্দর একটি ছবি আপলোড করুন যা আপনার গিগটিকে আরো আকর্ষণীয় করে তুলবে ।
আপনার ফাইভার একাউন্টে যে বিষয় গুলো এড়িয়ে চলবেন
১. নিজেকে আমেরিকান বা ব্রিটিশ সেলার বোঝানোর জন্য প্রক্সি ব্যবহার করবেন না(আপনার কাজের যোগ্যতা ঠিক করবে আপনি কত টাকা আর্ন করবেন কোনো দেশ নয় । যদি কেউ কাজে দক্ষ থাকে তাহলে নন আমেরিকান বা ব্রিটিশ হয়েও অনেক টাকা আর্ন করতে পারবে)
২. আপনার প্রাপ্ত অর্ডার গুলো নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করে দিন
৩. আপনার ই- মেইল আইডি বা আপনার সাথে সরাসরি কন্টাক্ট করা যাবে এমন
৪. কোনো ইনফরমেশন দেবেন না তাহলে একাউন্ট ব্যান্ড হয়ে যাবে
৫. আপনি এমন কোনো গিগ ক্রিট করবেন না যে কাজ আপনি করতে পারবেন না
৬. একের অধিক ২টি একাউন্ট ক্রিট করবেন না
আপনার ফাইভার একাউন্টে যে বিষয় গুলো মেনে চলবেন
১. আপনার অরিজিনাল নামটি অথবা আপনার নিশ রিলেটেড নাম username হিসেবে ব্যবহার করুন
২. আপনার সোশ্যাল সাইট এর প্রোফাইল অ্যাড করুন
৩. সিকিউরিটি কশ্চিন অ্যাড করুন
৪. সিম্পেল এবং হাসি দেয়া একটি ছবি আপলোড করুন প্রোফাইল পিকচার হিসেবে
৫. আপনি কে এবং কি সার্ভিস দিচ্ছেন সেটির একটি শর্ট ডিস্ক্রিপ্সন দিন
ফাইভার সেলার একাউন্ট ৩ টি লেভেল এর হয়ে থাকে
১ লেভেল সেলার
যেসব সেলার কমপক্ষে ১০ বার বা তার বেশি সার্ভিসটির অর্ডার পেয়ে কাজ কমপ্লিটলি বায়ারকে দিতে পারবে এবং বায়ার-এর নিকট থেকে ১০ বার ভালো রেটিং পাবে ঐ সার্ভিসটির সেলার অটোমেটিক্যালি Level 1 এ চলে আসবে এবং Advanced services অফার করার সুযোগ পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে।
২ লেভেল সেলার
যেসব সেলার পূর্ববর্তী ২ month-এ ৫০ বারের বেশি ভাল রেটিং এবং ট্রাক সহকারে সার্ভিস দিতে পারবে বায়ারকে, সে সেলার স্বয়ংক্রিয়ভাবে Level 2 পদ অর্জন করবে। এ লেভেলে আরো অনেক বেশি ফিচার যুক্ত হবে এবং প্রায়োরিটি সাপোর্ট পাবে এবং আয় বেড়ে যাবে ।
টপ রেটেড সেলার
টপ রেটেড লেভেলের সেলার নির্ধারিত হয় Fiverr সাইট কতৃপক্ষের বাছাইয়ের মাধ্যমে । সাইট কতৃপক্ষ Level 2 seller দের মাঝে থেকে বিভিন্ন বিষয় বিবেচনা করে Top Rated Seller নির্ধারণ করে থাকেন ।
টাকা উইথড্র দেবেন কিভাবে ?
আপনার ইনকামের প্রত্যেক $৫ এ $১ ফাইভার কেটে নিবে আর প্রত্যেক $৫ থেকে $৪ করে আপনার একাউন্ট-এ জমা হবে । আপনার আর্ন করা $ আপনি পেপাল অথবা পেওনিয়ার একাউন্টে-এ ট্রান্সফার করতে পারবেন ।
আপনার যেকোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন । মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক্ট আস পেজে যোগাযোগ করতে পারেন ।
আজ এই পর্যন্তই । আগামী কোন আর্টিকেলে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর নতুন কোন বিষয় নিয়ে । আল্লাহ হাফেজ ।
Source:
No comments:
Post a Comment